Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

মদনে উপজেলা চেয়ারম্যান হলেন ইফতেখারুল আলম খাঁন চৌধুরী

মদন (নেত্রকোণা) প্রতিনিধি

মদন (নেত্রকোণা) প্রতিনিধি

মে ৩০, ২০২৪, ০৮:৩৬ পিএম


মদনে উপজেলা চেয়ারম্যান হলেন ইফতেখারুল আলম খাঁন চৌধুরী

নেত্রকোণার মদন উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইফতেখারুল আলম খাঁন চৌধুরী আজাদ ঘোড়া প্রতীক নিয়ে বিপুল ভোটে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার প্রাপ্ত ভোট ১৮ হাজার ৬৭৭। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল কদ্দুছ আনারস প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ১০ হাজার ২৬৯।

ভাইস চেয়ারম্যান পদে এম এ সোহাগ মাইক প্রতীকে ৩২ হাজার ৫৪১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি শেখ বদরুল ইসলাম টিয়া পাখি প্রতীকে ১৮ হাজার ৩১ ভোট পেয়েছেন।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে ইতি আক্তার ইভা ফুটবল প্রতীক নিয়ে ২১ হাজার ৪ শ ৬৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি হাসনা চৌধুরী প্রজাপতি প্রতীক নিয়ে ১৩ হাজার ৩১০ ভোট পেয়েছেন।

বুধবার তৃতীয় দফায় ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এদিন ভোটার উপস্থিতি ছিল ৪৫.০২শতাংশ। এ নির্বাচনে ৫৯ হাজার ২শ ৯২ জন ভোটার ভোট প্রদান করেছেন। তবে বাতিল হয়েছে ২ হাজার ৭৩ ভোট।

মোট ভোটারের সংখ্যা ১ লক্ষ ৩১ হাজার ৭শ ৩জন। শান্তিপূর্ণভাবে ৫১টি কেন্দ্রেই ভোট গ্রহণ কাজ সম্পন্ন হয়েছে।

ইএইচ

Link copied!