Amar Sangbad
ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫,

তানোরে বুদ্ধি প্রতিবন্ধী নারীকে ধর্ষণ, গ্রেপ্তার ১

তানোর (রাজশাহী) প্রতিনিধি

তানোর (রাজশাহী) প্রতিনিধি

মে ৩০, ২০২৪, ০৮:৫৭ পিএম


তানোরে বুদ্ধি প্রতিবন্ধী নারীকে ধর্ষণ, গ্রেপ্তার ১

রাজশাহীর তানোরে এক বুদ্ধি প্রতিবন্ধী নারীকে ধর্ষণের ঘটনায় ১ জনকে গ্রেপ্তার করেছে তানোর থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত জসিমুদ্দীন প্রামানিক (৬৪) কলমা ইউপির হিরানন্দপুর গ্রামের মৃত হানু প্রামনিকের পুত্র।

এ ঘটনায় ওই প্রতিবন্ধীর ভাতিজা বাদী হয়ে তানোর থানায় একটি মামলা দায়ের করেছেন।

তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম বলেন, এ ঘটনায় ভুক্তভোগীর ভাতিজা বাদী হয়ে ১ জনকে আসামি করে তানোর থানায় একটি মামলা দায়ের করেছেন। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে ধর্ষককে আদালতের মাধ্যমে জেল হাজতে এবং ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

ইএইচ

Link copied!