Amar Sangbad
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪,

চৌগাছায় কৃষকদের মাঝে প্রণোদনার পেঁয়াজ বীজ বিতরণ

চৌগাছা (যশোর) প্রতিনিধি

চৌগাছা (যশোর) প্রতিনিধি

মে ৩০, ২০২৪, ০৯:০৬ পিএম


চৌগাছায় কৃষকদের মাঝে প্রণোদনার পেঁয়াজ বীজ বিতরণ

যশোরের চৌগাছায় গ্রীষ্মকালীন পেঁয়াজ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৩৩০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বিনা মূল্যে প্রণোদনা কর্মসূচির আওতায় পেঁয়াজ বীজ ও ৬৭৫ জনকে নারিকেলের চারা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার বিকালে উপজেলা কৃষি অফিসের হল রুমে এ বিতরণ অনুষ্ঠান করা হয়।

এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুস্মিতা সাহা।

প্রধান অতিথির বক্তব্য দেন- স্থানীয় সংসদ সদস্য (চৌগাছা-ঝিকরগাছা) ডা. তৌহিদুজ্জামান তুহিন।

বিশেষ অতিথির বক্তব্য দেন- চৌগাছা উপজেলা কৃষি কর্মকর্তা মুসাব্বির হুসাইন, চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার চৌধরী।

উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা মিজানুর রহমানের পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন ধুলিয়ানী ইউপি চেয়ারম্যান এস এম মমিনুর রহমান, উপজেলা উপ. স. উদ্ভিদ সংরক্ষণ অফিসার শামিম খান।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা আমিরুল ইসলাম, সাইফুল ইসলাম, তাপস কুমার, রাশেদুল ইসলাম প্রমুখ।

২০২৩-২৪ অর্থ বছরের খরিপ-মৌসুমে পেঁয়াজ বীজ, নারিকেলের চারা, রাসায়নিক সার ও বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়।

উপজেলা কৃষি অফিসের তথ্য কর্মকর্তা রাশেদুল ইসলাম বলেন, উপজেলার ১১টি ইউনিয়ন ও পৌর এলাকার মোট ৩৩০ জন কৃষককে ১ কেজি করে উন্নত জাতের পেঁয়াজ বীজ, ২০ কেজি এমওপি ও ২০ কেজি ডিএপি সার দেওয়া হয়েছে। এ দিকে উপজেলার ৬৭৫ জন কৃষক কৃষানীর মাঝে ৫টি করে নারিকেলের চারা বিতরণ করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা মুসাব্বির হোসেন বলেন, প্রণোদনা দেয়ার মাধ্যমে পেঁয়াজ চাষ আবাদে একধাপ এগিয়ে গেলো। এতে চাষিদের মধ্যে আগ্রহ বাড়বে।

ইএইচ

Link copied!