Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪,

মির্জাপুরে ইউএসএআইডি আয়োজিত তথ্যচিত্র প্রদর্শনী

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

মে ৩০, ২০২৪, ০৯:১০ পিএম


মির্জাপুরে ইউএসএআইডি আয়োজিত তথ্যচিত্র প্রদর্শনী

টাঙ্গাইলের মির্জাপুরে ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের (ইউএসএআইডি) আয়োজনে সার্বজনীন শিখন-শেখানো বিষয়ক তথ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার সরিষাদাইড় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জাতীয় সংগীত গেয়ে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব মাসুম আহমেদ।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ নূরুল আলম, সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শরীফ উদ্দিন, পৌর ৭নং ওয়ার্ড কাউন্সিলর শামীম খান, সরিষাদাইড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি সমর কুমার বণিক, প্রধান শিক্ষক মুক্তি সাহা প্রমুখ।

পরে শিক্ষার্থীদের ডিসপ্লে, এলইডিতে একটি ভিডিও প্রদর্শন ও মনোজ্ঞে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

ইএইচ

Link copied!