Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

রাঙামাটিতে গুলিবিদ্ধ ইউপি চেয়ারম্যান মারা গেছেন

রাঙামাটি প্রতিনিধি

রাঙামাটি প্রতিনিধি

মে ৩১, ২০২৪, ০১:৪২ এএম


রাঙামাটিতে গুলিবিদ্ধ ইউপি চেয়ারম্যান মারা গেছেন

রাঙামাটির বিলাইছড়ি উপজেলা পরিষদ নির্বাচনের দিন সন্ত্রাসী হামলায় গুলিবিদ্ধ হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বিলাইছড়ি ইউপি চেয়ারম্যান আতুমং মারমা (৫১) বৃহস্পতিবার রাত ১২টার দিকে মারা গেছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বিলাইছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরোত্তম তংচঙ্গ্যা।

তিনি জানান, ২১ মে দ্বিতীয় ধাপের নির্বাচনের দিন রাতে গুলিবিদ্ধ আহত হওয়ার পর আতুমং মারমা চট্টগ্রামে চিকিৎসাধীন ছিল। বৃহস্পতিবার রাতে তার সাথে থাকা ওয়ার্ড মেম্বার ও স্বজনরা ফোন করে জানিয়েছেন তিনি মারা গেছেন।

এর আগে মঙ্গলবার (২১ মে) রাত সাড়ে এগারোটায় বড়থলী পাড়ায় গুলিবিদ্ধ হয়েছিলেন আতুমং। ওই সময় বড়থলী ইউনিয়নের চেয়ারম্যান বড়থলী পাড়ার একটি বাড়িতে রাতের খাবার খাচ্ছিলেন। পরে তাকে উদ্ধার করে স্থানীয় সেনা ক্যাম্পে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়া হয় এবং পরদিন (বুধবার) ভোরেবান্দরবান জেলার রুমা সদর হাসপাতালে নেয়া হয়।

এ ঘটনার পর বিলাইছড়ির দায়িত্বপ্রাপ্ত পুলিশের এএসপি মো. আবুল কাশেম চৌধুরী জানান, গুলিবিদ্ধ আতুমং চেয়ারম্যানের সঙ্গে কথা হয়েছে। চিকিৎসা করে ফিরে আসার পর মামলা হবে। তদন্ত করার পর এই ঘটনার কারণ জানা যাবে।

ইএইচ

Link copied!