ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি:
মে ৩১, ২০২৪, ১২:৩৭ পিএম
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি:
মে ৩১, ২০২৪, ১২:৩৭ পিএম
আধুনিক, পরিচ্ছন্ন ও স্মার্ট উপজেলা বিনির্মাণের লক্ষ্যে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ডাস্টবিন বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার(৩০ মে) দুপুরে উপজেলা পরিষদের শহীদ শফিকুন নুর মিলনায়তনে ডাস্টবিন বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন ফটিকছড়ির সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সনি।
উপজেলা নির্বাহী অফিসার মো: মোজাম্মেল হক চৌধুরীর সভাপতিত্ব অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেজবাহ উদ্দিন।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাসানুল কবিরের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা প্রকৌশলী তন্ময় নাথ, মাধ্যমিক শিক্ষা অফিসার সেলিম রেজা প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে এমপি খাদিজাতুল আনোয়ার বলেন- এ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ রক্ষার গুরুত্ব, পরিষ্কার-পরিচ্ছন্নতার প্রতি আগ্রহ সৃষ্টির লক্ষ্যে এই পদক্ষেপ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পরিবেশকে আরও সুন্দর ও স্বাস্থ্যকর করে তুলবে।
বিআরইউ