Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

নিলাম হচ্ছে মহেশপুরে জব্দকৃত ১ লাখ ২০ হাজার ঘনফুট বালু

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

মে ৩১, ২০২৪, ০২:৪৬ পিএম


নিলাম হচ্ছে মহেশপুরে জব্দকৃত ১ লাখ ২০ হাজার ঘনফুট বালু

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় জব্দকৃত বালু নিলামে বিক্রির বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। আগামী ২ জুন নিলাম করা হবে জব্দকৃত বালু।

বালু সিন্ডিকেটরা দোবিলা বিল থেকে দীর্ঘদিন ধরে বালু উত্তোলন করার সময় ভ্রাম্যমাণ আদালতে দুই স্থান থেকে ১ লাখ ২০ হাজার ঘনফুট বালু জব্দ করেছেন সহকারী কমিশনার (ভূমি) শরীফ শাওন।

জব্দকৃত বালু ২ জুন নিলাম দেওয়ার বিজ্ঞপ্তি নোটিশ বোর্ডে ঝুলিয়ে দেয়া হয়েছে। সেখানে তিনি উল্লেখ করেছেন সরকারি জলমহল থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করার কারণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা মাধ্যমে দুই স্থান থেকে ১ লাখ ২০ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়েছে। অথচ একই বিল থেকে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে উত্তোলন করা বাকি ৩ স্পটের প্রায় ২ হাজার ট্রাক বালু রয়ে গেলো ধরা ছয়ার বাইরে। তারা দিনে ও রাতে ট্রাক ভর্তি করে তাদের বালু অন্যত্র সরিয়ে নিয়ে যাচ্ছে বলে দোবিলা বিল পাড়ের বাসিন্দারা জানিয়েছেন।

শ্রীরামপুর গ্রামের চঞ্চল জানান, আমি যে বালু উত্তোলন করে রেখেছি তা গ্রামবাসীর কারণে আনতে পাচ্ছি না। গ্রামবাসীরা ট্রাক আটকে দেওয়ার কারণে যত ঝামেলা হচ্ছে।

সহকারী কমিশনার (ভূমি) শরীফ শাওন জানান, আজমপুর ইউনিয়নের সরকারি দোবিলা বিলের এপার থেকে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে উত্তোলন করা দু’টি স্পটের বালু জব্দ করা হয়েছে। যা ২ জুন নিলামের মাধ্যমে বিক্রয় করা হবে।

ইএইচ

Link copied!