Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

দিনাজপুরে দৈনিক আমার সংবাদের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর প্রতিনিধি

মে ৩১, ২০২৪, ০৩:৩৪ পিএম


দিনাজপুরে দৈনিক আমার সংবাদের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

দিনাজপুরে দৈনিক আমার সংবাদ পত্রিকার এক যুগপূর্তি উপলক্ষ্যে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে আমার সংবাদের দিনাজপুর প্রতিনিধি ফারুক হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা ও কেক কাটার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বক্সী বাচ্চু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও ডেইলি স্টারের প্রতিনিধি কনকন কর্মকার, ডিবিসির জেলা প্রতিনিধি মোর্শেদার রহমান, আরটিভির প্রতিনিধি আনিস হোসেন দুলাল, নিউজ টুয়েন্টি ফোরের জেলা প্রতিনিধি ফকরুল হাসান পলাশ, সাংবাদিক সালাউদ্দীন আহম্মেদ, মাইটিভির জেলা প্রতিনিধি মুকুল চ্যার্টাজী, আমার সংবাদ পত্রিকার খানসামা প্রতিনিধি তফিজ উদ্দীন আহম্মেদ, বিরামপুর প্রতিনিধি মোবারক আলী প্রমুখ।

ইএইচ

Link copied!