Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

‘তামাক শুধু নিজের ক্ষতি করে না, পরিবেশের ক্ষতি করে’

রাঙামাটি প্রতিনিধি

রাঙামাটি প্রতিনিধি

মে ৩১, ২০২৪, ০৪:৪৪ পিএম


‘তামাক শুধু নিজের ক্ষতি করে না, পরিবেশের ক্ষতি করে’

তামাক শুধু নিজের ক্ষতি করে না, পরিবেশের ক্ষতি করে বলে মন্তব্য করেছেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোশারফ হোসেন খান।

শুক্রবার সকালে রাঙামাটি জেলা প্রশাসনের কার্যালয়ে অনুষ্ঠিত বিশ্ব তামাকমুক্ত দিবসের আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জেলা প্রশাসক বলেন, তামাকের কারণে ক্যান্সার হয়। শুধু তাই নয় ফুসফুসের কোষগুলো নষ্ট হয়। তামাক সেবনে কোন লাভ নেই, তামাক সেবন থেকে বের হয়ে আসার অনুরোধ জানান তিনি।

এর আগে রাঙামাটি জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

এ সময় সিভিল সার্জন ডা. নূয়েন খীসা, অতিরিক্ত জেলা প্রশাসক নাসরিন সুলতানা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জোবায়দা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলামসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!