Amar Sangbad
ঢাকা রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫,

ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য সহায়তা

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি

মে ৩১, ২০২৪, ০৭:২৭ পিএম


ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য সহায়তা

ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্তদের মাঝে পিরোজপুরের কাউখালী উপজেলার ৫টি ইউনিয়নে ব্যক্তিগত তহবিল থেকে খাদ্য সহায়তা বিতরণ করেছেন পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য মো. মহিউদ্দিন মহারাজ।

এ সময় উপস্থিত ছিলেন কাউখালী উপজেলার চেয়ারম্যান মো. আবু সাইদ মিয়া, উপজেলা নির্বাহী অফিসার জল মোল্লা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এ.কে.এম আব্দুস শহিদ, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টনসহ ৫টি ইউনিয়নের চেয়ারম্যান ও ইউপি সদস্যরা।

সহায়তার মধ্যে ছিল ১০ কেজি চাল, ২ কেজি আলু, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি লবণ, ১ কেজি ডাল। পাঁচ ইউনিয়নে মোট পাঁচ হাজার লোকের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়।

ইএইচ

Link copied!