Amar Sangbad
ঢাকা শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫,

অভয়নগরে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময়

অভয়নগর (যশোর) প্রতিনিধি

অভয়নগর (যশোর) প্রতিনিধি

মে ৩১, ২০২৪, ০৮:৫২ পিএম


অভয়নগরে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময়

যশোরের অভয়নগর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান সরদার অলিয়ার রহমান স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নির্বাচনোত্তর শুভেচ্ছা বিনিময় সভা করেছেন।

শুক্রবার বিকালে নওয়াপাড়া ইনস্টিটিউট অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গাজী নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন, নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরদার অলিয়ার রহমান।

এ সময় আরো বক্তব্য দেন, প্রেমবাগ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ রবিউল ইসলাম মিলন, সুন্দলী ইউনিয়ন আওয়ামী লীগ নেতা দীনেশ বিশ্বাস, চলিশিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ মশিউর রহমান, পায়রা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মশিউর রহমান হারকিল, শ্রীধরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ফারাজী, বাঘুটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আকরামুজ্জামান কুদ্দুস, মৎস্যজীবী লীগের সভাপতি এম এম আজিম উদ্দিন, শুভরাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহির খা, সিদ্ধিপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ হাবিবুর রহমান, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ফারাজী মনির হাসান তাপস, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সফি কামাল, ছাত্রলীগ নেতা রাব্বি তরফদার প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোল্যা আনোয়ার হোসেন ও দপ্তর সম্পাদক গোলাম জহিরুল হক লিখন।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ আইয়ুব হোসেন, ইউপি চেয়ারম্যান সানা আব্দুল মান্নান, বিকাশ রায় কপিল, অ্যাডভোকেট নাসির উদ্দিন, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম, অ্যাডভোকেট কবীর হোসেন জনি, পৌর কাউন্সিলর মোস্তফা কামাল, রোকেয়া বেগমসহ উপজেলা, পৌর, ইউনিয়ন আওয়ামী লীগ ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক।

ইএইচ

Link copied!