Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫,

বোয়ালমারীতে আমার সংবাদের একযুগ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:

জুন ১, ২০২৪, ০৯:৪১ এএম


বোয়ালমারীতে আমার সংবাদের একযুগ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ফরিদপুরের বোয়ালমারীতে দৈনিক আমার সংবাদ পত্রিকার ১ যুগে পদার্পণ ও বর্ষপূর্তি উপলক্ষ্যে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

শুক্রবার (৩১ মে) সন্ধ্যায় বোয়ালমারী বাজারের খাদ্যগুদাম সংলঘ্ন সমকাল পত্রিকার অস্থায়ী কার্যালয়ে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমার সংবাদ পত্রিকার বোয়ালমারী উপজেলা প্রতিনিধি তৈয়বুর রহমান কিশোর ও সঞ্চালনা করেন প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার বোয়ালমারী প্রতিনিধি আমীর চারু বাবলু।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালমারী পৌর মেযর সেলিম রেজা লিপন মিয়া, বিশেষ অতিথি ছিলেন বোয়ালমারী থানা  অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম, দৈনিক সমকালের বোয়ালমারী উপজেলা প্রতিনিধি কাজী আমিনুল ইসলাম, দৈনিক আমার সংবাদের ফরিদপুর জেলা প্রতিনিধি এন,কে,বি নয়ন।

আরো উপস্থিত ছিলেন দৈনিক আমাদের সময় বোয়ালমারী প্রতিনিধি খান মোস্তাফিজুর রহমান, যমুনা টেলিভিশনের বোয়ালমারী ও আলফাডাঙ্গা প্রতিনিধি মুহাব্বত চৌধুরী, দৈনিক সংগ্রামের বোয়ালমারী প্রতিনিধি মাওঃ মোঃ রফিকুল ইসলামসহ গণমাধ্যম কর্মী মোঃ হুসাইন মিয়া, আজিজুল ইসলাম প্রমুখ।

বিআরইউ

Link copied!