Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫,

নেত্রকোনায় ২ গ্রামের মধ্যে সংঘর্ষ, আহত অর্ধশত!

মদন (নেত্রকোনা) প্রতিনিধি:

মদন (নেত্রকোনা) প্রতিনিধি:

জুন ১, ২০২৪, ১২:১৯ পিএম


নেত্রকোনায় ২ গ্রামের মধ্যে সংঘর্ষ, আহত অর্ধশত!

নেত্রকোনার মদন উপজেলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশ ও সাংবাদিকসহ আহত হয়েছেন উভয়পক্ষের অন্তত পঞ্চাশজন।

গতকাল (শুক্রবার) সন্ধ্যায় উপজেলার কাইটাইল ইউনিয়নে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান,শুক্রবার বিকেলে কেশজানি গ্রামের মাঠে জয়পাশা ও কেশজানি গ্রামের কিশোররা ফুটবল খেলছিল। একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।এরই জেরে সন্ধ্যায় দুই গ্রামের লোকজন নেত্রকোনা-মদন প্রধান সড়কে সংঘর্ষে জড়ায়। প্রায় একঘণ্টা যাবৎ এই সংঘর্ষ চলে। পরে  পুলিশ এসে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে।

মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা.নয়ন ঘোষ জানান, আহতদের মধ্যে ৩৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের  মধ্যে ৯জনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়াও কিছু রোগীকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেয়া হয়েছে।

মদন থানার ওসি (তদন্ত) মো.জাহাঙ্গীর আলম জানান, ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৫ জন পুলিশ সদস্য আহত হয়েছে।এছাড়া উভয়পক্ষের পঞ্চাশজন আহত হয়েছেন। এখন পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাননি, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে গ্রহণ করা হবে।

বিআরইউ

Link copied!