Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

প্রেমিকের সামনে প্রেমিকাকে ধর্ষণচেষ্টা, চেয়ারম্যানের ছেলেসহ আটক ৩

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুর প্রতিনিধি

জুন ১, ২০২৪, ০২:৪৪ পিএম


প্রেমিকের সামনে প্রেমিকাকে ধর্ষণচেষ্টা, চেয়ারম্যানের ছেলেসহ আটক ৩

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় প্রেমিকের সামনে প্রেমিকাকে ধর্ষণচেষ্টার অভিযোগে ইউপি চেয়ারম্যানের ছেলেসহ তিন জনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার রাতে উপজেলার বামনকান্দা রেল জংশন এলাকায় এ ঘটনা ঘটে। আটক যুবক উপজেলার চান্দ্রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খালেক মোল্লার ছেলে সাইফুর রহমান সুজন (২১)।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়,পার্শ্ববর্তী শিবচরের গুপ্তেরচর এলাকা থেকে প্রেমিক ইউনুচ সরদারের সাথে তার প্রেমিকা ঘুরতে আসে ভাঙ্গা গোল চত্বর এলাকায়। সন্ধ্যার পরে তারা ভ্যানযোগে বাড়ি ফিরছিল। ঘটনাস্থলে পৌছালে চেয়ারম্যানের ছেলে সুজনসহ চার বখাটে যুবক ওই প্রেমিক-প্রেমিকার ভ্যানের গতিরোধ করে নামতে বাধ্য করে। এক পর্যায়ে বখাটেরা ওদের রাস্তার নিচে জঙ্গলের ভিতর নিয়ে প্রেমিক ইউনুচকে চড়-থাপ্পড় দিয়ে ভয়ভীতি দেখিয়ে প্রেমিকাকে ধর্ষণচেষ্টা চালায়।

এ ব্যাপারে ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খালেক মোল্লা বলেন, আমার ছেলেকে পুলিশ আটক করেছে। তবে সে এ ঘটনায় জড়িত নয়, সে ভাঙ্গা থেকে মোটরসাইকেলে আসতেছিল। ওই ঘটনায় সে আরও সকলকে থামানোর চেষ্টা করে। পরে পুলিশ আসলে অন্যরা দৌড়ে পালিয়ে যায়, তখন আমার ছেলেকে পেয়ে থানায় নিয়ে যায়।

এ ব্যাপারে ভাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) কবির হোসেন জানান, এ বিষয়ে ধর্ষণচেষ্টা আইনে মামলার প্রস্তুতি চলছে। অন্য বখাটেদের গ্রেপ্তারের স্বার্থে সকলের নাম প্রকাশ করা সম্ভব নয়।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুন আল রশিদ বলেন, প্রেমিকের সামনে প্রেমিকাকে ধর্ষণের চেষ্টার ঘটনায় এক ইউপি চেয়ারম্যানের ছেলেসহ তিন জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ইএইচ

Link copied!