Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেক থেকে আবারও লাশ উদ্ধার

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

জুন ১, ২০২৪, ০৩:০৭ পিএম


সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেক থেকে আবারও লাশ উদ্ধার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ডিএনডি লেক থেকে আবারও মো. মহসিন (৩৯) নামে  এক ব্যাক্তির লাশ উদ্ধার করা হয়েছে।

শনিবার জুন সকাল ১০টায় সিআই খোলা ডিএনডি খালের লেক থেকে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ।

নিহিত মহসিন সিদ্ধিরগঞ্জ হাউজিং ৫নং রোড এলাকার ব্যবসায়ী মজিবুরের ছেলে।

নিহতের মহসিনের বড় ভাইয়ের স্ত্রী জানান, তার সঙ্গে সর্বশেষ চারদিন আগে কথা হয়ে ছিল। এরপর থেকে বাসায় আসেনি।

সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এস আই) মোকলেছ বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বক্কর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত ব্যাক্তির পকেট থেকে একটি ড্রাইভিং লাইসেন্সে পাওয়া গেছে। শনিবার সকালে ডিএনডি খালের লেকে দুর্গন্ধ ছড়ালে আশপাশের ভাড়াটিয়া পুলিশকে খবর দেয়। আমরা মৃত্যুর প্রকৃত কারণ জানার চেষ্টা করছি। এ ঘটনার থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হতে পারে বলে জানান তিনি।

ইএইচ

Link copied!