Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

মুক্তাগাছায় ২০ মেগাওয়াট ক্ষমতার সোলার পার্ক নির্মাণকাজ উদ্বোধন

মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি

মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি

জুন ১, ২০২৪, ০৩:১৬ পিএম


মুক্তাগাছায় ২০ মেগাওয়াট ক্ষমতার সোলার পার্ক নির্মাণকাজ উদ্বোধন

‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ’ এ স্লোগান নিয়ে সরকারের নবায়নযোগ্য শক্তির উৎপাদন বৃদ্ধির পরিকল্পনার অংশ হিসেবে ময়মনসিংহের মুক্তাগাছায় ২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতাসম্পন্ন সোলার পার্কের কাজ শুরু হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় উপজলার নিমুরিয়া গ্রামে ৭০ একর জমির ওপর এই বিদ্যুৎ কেন্দ্র স্থাপনার ভিত্তিপ্রস্থর স্থাপন করেন সংসদ সদস্য কৃষিবিদ মো. নজরুল ইসলাম।

সরকারের সহযোগিতায় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার ভিত্তিক প্রকল্প হিসেবে জুলস পাওয়া লিমিটেড মুক্তাগাছা সোলারটেক এনার্জি লিমিটেড নামে উপজেলার নিমুরিয়া গ্রামে এই সৌর বিদ্যুৎ প্ল্যান্ট নির্মাণ করছে। এটির নির্মাণ সম্পন্ন হলে জাতীয় গ্রীডে ২০ মেগাওয়াট বিদ্যুৎ যোগ হবে যার সুবিধা স্থানীয় গ্রাহকরা ভোগ করবেন। এতে এই অঞ্চলের বিদ্যুতের চাহিদা অনেকটাই পূরণ হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি মো. নজরুল ইসলাম বলেন, বহুল প্রতিক্ষিত এই সৌর বিদ্যুত কেন্দ্রটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার। মুক্তাগাছার অবকাঠামোগতভাবে এগিয়ে নিতে এই সোলার পার্ক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে জুলস পাওয়ার লিমিটেডের চেয়ারম্যান মাহবুব আনামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, মুক্তাগাছা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই আকন্দ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়রম্যান নাজমুন্নাহার দিলু, বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রতিষ্ঠান জুলস পাওয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নুহের লতিফ খান, অতিরিক্ত জেলা পুলিশ সুপার মো. শাহীনুল ইসলাম ফকির, মানকোন ইউপি চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম তারা, কাশেমপুর ই্উপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন তালুকদার, জমিদাতা মো. শফিকুল ইসলাম মানিক প্রমুখ।

ইএইচ

Link copied!