Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

কিশোরগঞ্জে ৫ লক্ষাধিক শিশুকে খাওয়ানো হচ্ছে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জ প্রতিনিধি

জুন ১, ২০২৪, ০৪:১৩ পিএম


কিশোরগঞ্জে ৫ লক্ষাধিক শিশুকে খাওয়ানো হচ্ছে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

কিশোরগঞ্জে ৫ লাখ ২১ হাজার ১০ জন শিশুকে খাওয়ানো হচ্ছে ভিটামিন এ প্লাস ক্যাপসুল।

শনিবার সকালে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ।

এসব শিশুর মধ্যে ৬ মাস থেকে এক বছরের ৫৯ হাজার ৮৭৫ জন শিশুকে দেওয়া হচ্ছে একটি করে নীল রঙের ক্যাপসুল। আর এক বছর থেকে ৫ বছরের চার লাখ ৬১ হাজার ৫০০ জন শিশুকে দেওয়া হচ্ছে একটি করে লাল রঙের ক্যাপসুল।

সিভিল সার্জন ডা. সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের উপ-পরিচালক ডা. মো. একরাম উল্লাহসহ অন্যান্য চিকিৎসকরা।

প্রধান অতিথি একটি শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাইয়ে কার্যক্রমের উদ্বোধন করেন। দুর্গম এলাকার বাদ পড়া শিশুদের ২ থেকে ৫ জুন পর্যন্ত খুঁজে খুঁজে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে বলে সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম জানিয়েছেন।

ইএইচ

Link copied!