Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

পেকুয়ায় শ্বশুর বাড়িতে সিএনজি চলকের আত্মহত্যা

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি

জুন ১, ২০২৪, ০৫:৩০ পিএম


পেকুয়ায় শ্বশুর বাড়িতে সিএনজি চলকের আত্মহত্যা

কক্সবাজারের পেকুয়ায় পারিবারিক কলহের জেরে শ্বশুর বাড়ির রান্নাঘরে রশিতে ঝুলে জামাল হোসেন (৪৫) নামের এক সিএনজি চালক আত্মহত্যা করেছেন।

শনিবার দিনগত রাত আড়াইটার সময় পেকুয়া সদর ইউনিয়নের সরকারি ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, ভোর ৬টায় সময় বাড়ির লোকজন রান্না ঘরের ভীমে রশি পেঁচিয়ে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় জামাল হোসেনকে দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে।

স্থানীয় ইউপি সদস্য দিদারুল ইসলাম জানান, জামাল হোসেন তার স্ত্রীকে দিয়ে বিভিন্ন এনজিও থেকে ঋণ নেয়। ঋণের কিস্তি পরিশোধ করতে না পারায় প্রায় সময় স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হতো। ঝগড়ার জেরে স্ত্রী বাপের বাড়িতে চলে যায়। পরে জামাল হোসেন এনজিও ঋণ পরিশোধ করে স্ত্রীকে তার বাড়িতে নিয়ে চেষ্টা করে ব্যর্থ হন। স্ত্রীকে বাড়ি ফেরাতে বহুবার চেষ্টা করে ব্যর্থ হওয়ায় অভিমান করে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।

পেকুয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইলিয়াস বলেন, ঝুলন্ত অবস্থায় একজনের লাশ উদ্ধার করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন শেষে কক্সবাজার সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।


ইএইচ

Link copied!