Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪,

আখাউড়ায় ভিটামিন ‘এ’প্লাস ক্যাম্পেইন কার্যক্রম উদ্বোধন

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

জুন ১, ২০২৪, ০৫:৫১ পিএম


আখাউড়ায় ভিটামিন ‘এ’প্লাস ক্যাম্পেইন কার্যক্রম উদ্বোধন

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ভিটামিন ‘এ’প্লাস ক্যাপসুল খাওয়ানো কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

শনিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (হাসপাতাল) কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাবেয়া আক্তার।

এ সময় প্রাক্তন বিভাগীয় পরিচালক ডাক্তার মো. শাহ আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসাদুজ্জামান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. লুৎফুর রহমান, ডা. ফারহানা নূর স্বর্ণাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, উপজেলার ১২১টি কেন্দ্রে ২৪২ জন সেবকের মাধ্যমে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুকে ভিটামিন ‘এ’প্লাস ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের একটি করে নীল ভিটামিন ক্যাপসুল ও ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের একটি করে লাল ভিটামিন ক্যাপসুল খাওয়ানো হবে।

নির্ধারিত নিকটস্থ টিকাদান কেন্দ্রে নিয়ে উল্লিখিত শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান সংশ্লিষ্টরা।

ইএইচ

Link copied!