Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪,

চাঁদা না পেয়ে ঠিকাদারকে মারধর, বিচার চেয়ে সংবাদ সম্মেলন

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহ প্রতিনিধি

জুন ১, ২০২৪, ০৬:৪৭ পিএম


চাঁদা না পেয়ে ঠিকাদারকে মারধর, বিচার চেয়ে সংবাদ সম্মেলন

রাস্তার কাজ করতে চাঁদা না দেওয়ায় ময়মনসিংহে এক আওয়ামী লীগ নেতা ও তার লোকজনের মারধরের শিকার হয়েছেন লাবু মিয়া লেবু নামে এক ঠিকাদার ও তার গাড়ির চালক।

এ ঘটনার বিচার চেয়ে সংবাদ সম্মেলন ভুক্তভোগী ঠিকাদার। তিনি এলআর কনস্ট্রাকশনের স্বত্বাধিকারী।

শনিবার দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে ভুক্তভোগী ঠিকাদার লাবু মিয়া বলেন, শুক্রবার বিকালে সদর উপজেলার বিদ্যাগঞ্জ এলাকায় রাস্তা কাজ দেখতে গেলে স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বাবুল সরকার দলবল নিয়ে চাঁদা দাবি করে। চাঁদা না দেওয়ায় ওই ঠিকাদার ও তার গাড়ির চালককে ব্যাপক মারধর করে।

পরে পুলিশ তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

এ ঘটনায় অভিযুক্ত বাবুল মিয়া সরকারকে প্রধান করে ১৩ জনের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় চাঁদাবাজি মামলা দায়ের করা হয়েছে। এরমধ্যে পুলিশ দুই জনকে গ্রেপ্তার করেছে।

ইএইচ

Link copied!