Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫,

কালিয়াকৈরে পুকুরে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

কালিয়াকৈর(গাজীপুর )প্রতিনিধি

কালিয়াকৈর(গাজীপুর )প্রতিনিধি

জুন ১, ২০২৪, ০৬:৫১ পিএম


কালিয়াকৈরে পুকুরে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

গাজীপুরের কালিয়াকৈরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সম্পর্কে তারা চাচা-ভাতিজা।

শনিবার সকালে উপজেলার গাবতলী দক্ষিনপাড়া গ্রামে দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো, উপজেলার গাবতলী দক্ষিণ পাড়া গ্রামের আব্দুল লতিফের ছেলে তানজিল (৮) ও উপজেলার ডুবাইল গ্রামের মনির হোসেনের ছেলে বায়জিত আহম্মেদ (৭)।

জানা যায়, শুক্রবার উপজেলার ডুবাইল গ্রামের শিশু বায়জিত আহম্মেদ তার পিতামাতার সাথে গাবতলী গ্রামের নানার বাড়িতে বেড়াতে আসে। শনিবার দুপুরে নানা বাড়ির খেলার সাথি (চাচা) শিশু তানজিল আহম্মেদের সাথে বাড়ির পাশে খেলতে যায়। খেলতে খেলতে একপর্যাযে সকলের অগোচরে তারা বাড়ির পাশের একটি পুকুরে নেমে পড়ে। সাঁতার না জানায় দুইজনই পানিতে ডুবে মারা যায় বলে স্থানীয়রা ধারণা করছে।

দীর্ঘসময় তাদের দেখতে না পেয়ে বাড়ির লোকজন খুঁজতে খুঁজতে দুপুরে বাড়ির পাশের একটি পুকুর থেকে লাশ উদ্ধার করে।

শ্রীফলতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

ইএইচ

Link copied!