Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে কৃতজ্ঞতা জানাচ্ছেন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

জুন ১, ২০২৪, ০৭:২৬ পিএম


ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে কৃতজ্ঞতা জানাচ্ছেন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান

ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে কৃতজ্ঞতা জানাচ্ছেন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব মো. মনির হোসেন।

শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত পৌরসভাসহ উপজেলার বিভিন্ন এলাকায় তিনি ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট দিয়ে নির্বাচিত করার জন্য কৃতজ্ঞতা স্বীকার করেন। এ সময় তিনি মুমূর্ষু কিছু রোগীর বাসায় ও ছুটে যান এবং তাদের খোঁজখবর নেন।

এ সময় উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের সদস্য মো. সাইফুল ইসলাম, আখাউড়া উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মাহি উদ্দিন মিশু, ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী হোসাইন আহমেদ খান, সাংবাদিক সাদ্দাম হোসেন, ইউপি সদস্য ইনসান ভুইয়া, বকুল মিয়া,শাহ আলম সর্দারসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এর আগে তিনি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনকের সমাধিস্থলে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

ইএইচ

Link copied!