Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

কলাপাড়ায় গণমাধ্যমকর্মীদের সঙ্গে প্রতিমন্ত্রীর মতবিনিময়

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

জুন ১, ২০২৪, ০৭:৩১ পিএম


কলাপাড়ায় গণমাধ্যমকর্মীদের সঙ্গে প্রতিমন্ত্রীর মতবিনিময়

ঘূর্ণিঝড় রেমাল পরবর্তী করণীয় শীর্ষক গণমাধ্যম কর্মীদের সাথে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী অধ্যক্ষ মো. মহিববুর রহমান এমপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার রাত ৯টায় পটুয়াখালীর কলাপাড়া প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার মো. তৌহীদুর রহমান (সিআইপি) মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী অধ্যক্ষ মো. মহিববুর রহমান এমপি।

প্রেসক্লাবের সভাপতি মো. হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন- কলাপাড়া নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম, কলাপাড়া পৌরসভার মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, কলাপাড়া থানার ওসি মো. আলী আহম্মেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব তালুকদার।

অন্যান্যের মধ্যে সাংবাদিক শামসুল আলম, অধ্যক্ষ দেলওয়ার হোসেন, মেজবাহউদ্দিন মান্নু, মোহসিন পারভেজ, বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, গোফরান পলাশ, জসিম পারভেজ প্রমুখ বক্তব্য দেন।

এ সময় বক্তারা ঘূর্ণিঝড় মোকাবেলায় করণীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। দুর্যোগ মোকাবেলায় সরকারের সাফল্য তুলে ধরে বক্তব্য রাখেন প্রতিমন্ত্রী মহিববুর রহমান। তিনি দুর্যোগ পরবর্তী সরকারের ত্রাণ কার্যক্রম সঠিকভাবে সম্পন্নের জন্য গণমাধ্যমকর্মীদের সহায়তার অনুরোধ করেন।

ইএইচ

Link copied!