Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

দেবরের ছুরিকাঘাতে ভাবি খুন

বিশ্বম্ভরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

বিশ্বম্ভরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

জুন ১, ২০২৪, ০৭:৪০ পিএম


দেবরের ছুরিকাঘাতে ভাবি খুন

সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুরে দেবরের চুরিকাঘাতে এক ভাবি খুন ও অপর দুই ভাবি গুরুতর আহত হয়েছেন।

শনিবার সকালে বিশ্বম্ভরপুর উপজেলার বাদাঘাট দক্ষিণ ইউনিয়নের আমরিয়া গ্রামে পারিবারিক কলহকে কেন্দ্র করে এ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে আমড়িয়া গ্রামের জামাল উদ্দিনের চতুর্থ পুত্র আইনুল হক (১৮) পারিবারিক বিষয়কে কেন্দ্র করে তার তিন ভাবির সাথে বাকবিতণ্ডার শুরু করে। এক পর্যায়ে আইনুল তার ভাবিদেরকে ছুরি দিয়ে এলোপাতাড়িভাবে আঘাত করে পালিয়ে যায়।

স্থানীয় লোকজন আহতদের দ্রুত চিকিৎসার জন্য বিশ্বম্ভরপুর হাসপাতালে প্রেরণ করেন। কর্তব্যরত ডাক্তার আহত স্বপ্না বেগমকে (৩৫) মৃত ঘোষণা করেন।

অপর দুই ভাবি মর্জিনা বেগম (৩০) ও ইয়াসমিনের (২৬) অবস্থা আশঙ্কাজনক থাকায় উন্নত চিকিৎসার জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

বিশ্বম্ভরপুর থানার অফিসার ইনচার্জ শ্যামল বণিক এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

ইএইচ

Link copied!