Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

পিবিআই প্রধানের ২ দিনব্যাপী টাঙ্গাইল জেলা পরিদর্শন

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইল প্রতিনিধি

জুন ১, ২০২৪, ০৭:৪৮ পিএম


পিবিআই প্রধানের ২ দিনব্যাপী টাঙ্গাইল জেলা পরিদর্শন

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) প্রধান বনজ কুমার মজুমদার দুদিনব্যাপী টাঙ্গাইল জেলা পরিদর্শন করেছেন।

টাঙ্গাইল জেলা পরিদর্শনকালে তিনি একাধিক মতবিনিময় সভা ও জেলা পুলিশের সাংস্কৃতিক সন্ধ্যায় অংশ নেন।

জেলা পিবিআই সূত্র জানায়, অতিরিক্ত আইজিপি বনজ কুমার মজুমদার বিপিএম (বার), পিপিএম গত ৩০ মে টাঙ্গাইলে পৌঁছে পিবিআই জেলা কার্যালয়ের পুলিশ সুপার মোহাম্মদ সিরাজ আমীনের উপস্থিতিতে পরিদর্শন সালামি গ্রহণ করেন।

পরে পিবিআই টাঙ্গাইলের কনফারেন্স রুমে জেলার সকল অফিসার ও ফোর্সের সঙ্গে বিভিন্ন বিষয়ে মতবিনিময় সভায় মিলিত হন। পিবিআই টাঙ্গাইলের গুরুত্বপূর্ণ এবং চাঞ্চল্যকর মামলা সংক্রান্ত তদন্তকারী কর্মকর্তাদের সঙ্গে আলোচনা ও মামলার তদারকি করেন।

এ সময় তিনি মামলা তদন্তের বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন। এরপর তিনি পিবিআই টাঙ্গাইল জেলার খতিয়ান বই ও ছায়া তদন্ত রেজিস্টারসহ অন্য সকল রেজিস্টার পর্যবেক্ষণ করেন।

এদিন সন্ধ্যায় টাঙ্গাইল জেলা পুলিশের এসপি (অ্যাডিশনাল ডিআইজি পদোন্নতিপ্রাপ্ত) সরকার মোহাম্মদ কায়সারের আমন্ত্রণে পিবিআই ও জেলা পুলিশের যৌথ সাংস্কৃতিক সন্ধ্যা ও নৈশভোজে যোগদান করেন। সেখানে তিনি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।

টাঙ্গাইল জেলা পরিদর্শনের দ্বিতীয় দিন শুক্রবার বনজ কুমার মজুমদার পিবিআই টাঙ্গাইল জেলার অধিগ্রহণকৃত জমি পরিদর্শন এবং অধিগ্রহণকৃত জমিতে নিজস্ব ভবন নির্মাণ সংক্রান্ত আলোচনা করেন।

পরে তিনি টাঙ্গাইল জেলার মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও মাওলানা ভাসানীর মাজার, করটিয়া জমিদার বাড়ি, মির্জাপুর কুমুদিনী ফাউন্ডেশন, ভারতেশ্বরী হোমস্ পরিদর্শন করেন।

দর্শনীয় স্থান পরিদর্শনকালে তার সহধর্মিনী ডা. জয়া মল্লিক সঙ্গে ছিলেন।

টাঙ্গাইল পিবিআইয়ের পুলিশ সুপার মোহাম্মদ সিরাজ আমীন জানান, পিবিআই প্রধানের টাঙ্গাইল জেলা পরিদর্শন ও প্রয়োজনীয় দিকনির্দেশনা জেলা পিবিআইয়ের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বনজ কুমার মজুমদার গুরুত্বপূর্ণ এবং চাঞ্চল্যকর মামলা তদন্তের বিভিন্ন বিষয়ে আলোচনা ও দিকনির্দেশনা দিয়েছেন। ওই দিকনির্দেশনা পিবিআই টাঙ্গাইলের কর্মতৎপরতায় ব্যাপক ভূমিকা রাখবে বলে তিনি বিশ্বাস করেন।

ইএইচ

Link copied!