Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

বড়লেখায় নবাগত প্রাথমিক শিক্ষকদের পরিচিতি সভা

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি

জুন ১, ২০২৪, ০৭:৫৩ পিএম


বড়লেখায় নবাগত প্রাথমিক শিক্ষকদের পরিচিতি সভা

মৌলভীবাজারের বড়লেখায় বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি বড়লেখা উপজেলা শাখার আয়োজনে উপজেলার নবাগত প্রাথমিক শিক্ষকদের মতবিনিময় পরিচিতি সভা ও সংগঠনের বড়লেখা উপজেলা শাখার সভাপতি নুরুল ইসলাম হজ্ব গমন উপলক্ষে মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বড়লেখা পৌর শহরের সাফরন পাটি সেন্টারে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি বড়লেখা উপজেলা শাখার সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। 

শুরুতে স্বাগত বক্তব্য দেন- সংগঠনের বড়লেখা উপজেলা শাখার সহ সভাপতি শুভাশীষ দে শুভ্র।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বড়লেখা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আজির উদ্দিন।

বিশেষ অতিথির বক্তব্য দেন- উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা আবিদুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান রেহেনা বেগম হাসনা, ইউপি চেয়ারম্যান এনাম উদ্দিন, সাবেক ইউপি চেয়ারম্যান সিরাজ উদ্দিন, প্রধান শিক্ষক বদর উদ্দিন, প্রধান শিক্ষক নাজিম আহমদ। 

অনুষ্ঠানের শেষে বড়লেখা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানদের সম্মাননা প্রদান করা হয়।

আরএস

Link copied!