Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

সৈয়দপুর প্রেসক্লাবের সভাপতি রতন, সম্পাদক জিকরুল

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

জুন ১, ২০২৪, ০৮:২২ পিএম


সৈয়দপুর প্রেসক্লাবের সভাপতি রতন, সম্পাদক জিকরুল

টানটান উত্তেজনার মধ্য দিয়ে প্রায় ৪ বছর পর নীলফামারীর সৈয়দপুর প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সরাসরি ভোটের মাধ্যমে এ নির্বাচনে সভাপতি পদে দৈনিক যায়যায়দিনের প্রতিনিধি আবু বিন আজাদ রতন ও সাধারণ সম্পাদক পদে দৈনিক ভোরের কাগজের প্রতিনিধি জিকরুল হক নির্বাচিত হয়েছেন।

শনিবার বেলা ৩টা থেকে বিকাল ৫টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ১১টি পদের মধ্যে ৮ পদে ১৫ জন প্রার্থী প্রতিন্দন্দ্বিতা করেন। বাকী তিনটি পদে কোন প্রতিদ্বন্দ্বি না থাকায় আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৩ প্রার্থী নির্বাচিত হন। এ নির্বাচনে ৩১ জন ভোটারের মধ্যে ২৯ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচন পরিচালনা করেন সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল কালাম আজাদ ও সহকারী প্রিজাইডিং অফিসার সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের প্রদর্শক মো. আব্দুল আজিজ।

ঘোষিত ফলাফলে সভাপতি পদে ১৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আবু বিন আজাদ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি সময় টিভি’র নীলফামারী জেলা প্রতিনিধি সাকির হোসেন বাদল পেয়েছেন ১৪ ভোট।

সাধারণ সম্পাদক পদে জিকরুল হক ১৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি দৈনিক মানবজমিন’র প্রতিনিধি এমএ করিম মিস্টার ভোট পেয়েছেন ১১টি।

সহ-সাধারণ পদে ২০ ভোট পেয়ে দৈনিক খবরপত্র’র প্রতিনিধি আনোয়ার হোসেন প্রামাণিক নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি দৈনিক ভোরের দর্পন’র প্রতিনিধি ওবায়দুল ইসলাম পেয়েছেন ৮ ভোট।

সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে ২০ ভোট পেয়ে জয় পেয়েছেন দৈনিক উত্তর বাংলা’র প্রতিনিধি হীরা শর্মা। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি দৈনিক নীলফামারী বার্তার প্রতিনিধি এম ওমর ফারুক পেয়েছেন ৯ ভোট।

কার্যকরী কমিটির নির্বাহী সদস্য’র চারটি পদে নির্বাচিত হয়েছেন যথাক্রমে দৈনিক সংবাদ’র প্রতিনিধি কাজী জাহিদ, সাপ্তাহিক নীলফামারী চিত্র’র সম্পাদক মকসুদ আলম, নাগরিক টিভি’র নীলফামারী জেলা প্রতিনিধি সাদিকুল ইসলাম ও দৈনিক সময়ের আলো’র প্রতিনিধি নজরুল ইসলাম।

এর আগে সহ-সভাপতি পদে দৈনিক ইনকিলাব’র প্রতিনিধি নজির হোসেন নজু, অর্থ সম্পাদক পদে দৈনিক আমাদের সময়ের প্রতিনিধি গোপাল চন্দ্র রায় ও দপ্তর ও ক্রীড়া সম্পাদক পদে দৈনিক প্রতিদিনের বার্তার প্রতিনিধি মিজানুর রহমান মিলন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

ইএইচ

Link copied!