Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫,

আদিতমারীতে আমার সংবাদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আদিতমারী (লালমনিরহাট) প্রতিনিধি:

আদিতমারী (লালমনিরহাট) প্রতিনিধি:

জুন ২, ২০২৪, ০৯:৩৭ এএম


আদিতমারীতে আমার সংবাদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

দেশের বহুল প্রচারিত জাতীয় দৈনিক আমার সংবাদ পত্রিকা সাহসিকতার ১ যুগে পদার্পণ উপলক্ষ্যে লালমনিরহাটের আদিতমারী উপজেলায় কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।

শুক্রবার (৩১ মে)  উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বাংলাদেশ প্রেসক্লাবে উপজেলা শাখা কার্যালয়ে দৈনিক আমার সংবাদের উপজেলা প্রতিনিধি সাদিকুল ইসলাম এর সভাপতিত্বে র‍্যালি ও কেট কাটার শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- আমার সংবাদ পত্রিকার জেলা প্রতিনিধি মহসিন ইসলাম শাওন ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ প্রেস ক্লাবের রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক আমার সংবাদ পত্রিকার সাবেক জেলা প্রতিনিধি এস শরিফুল ইসলাম রতন, দৈনিক সবুজ বাংলার জেলা প্রতিনিধি মোফাখখারুল ইসলাম মজনু। আলোচনা সভা শেষে বাংলাদেশ প্রেসক্লাব উপজেলার সভাপতি, দৈনিক যুগের আলোর উপজেলা প্রতিনিধি গোলাপ মিয়া বক্তব্য রাখেন।

এসময়ে আরো উপস্থিত ছিলেন- ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি সুফিয়ান আল হাসান, চ্যানেল ২৪ জেলা প্রতিনিধি মাহফুজ বকুল, দৈনিক গণজাগরণের জেলা প্রতিনিধি কল্লোল আহমেদ, দৈনিক খবরের কণ্ঠের জেলা প্রতিনিধি, মিজানুর রহমান মিলন, দৈনিক আলোকিত সকালের জেলা প্রতিনিধি আরিফ রিপন, দৈনিক দেশ বাংলা জেলা প্রতিনিধি রইসুল সরকারসহ অনেকেই উপস্থিতি ছিলেন।
বিআরইউ

Link copied!