Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

মুক্তাগাছায় সেতুর নিচে পাওয়া গেল অজ্ঞাত লাশ

মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি:

মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি:

জুন ২, ২০২৪, ০১:৫৭ পিএম


মুক্তাগাছায় সেতুর নিচে পাওয়া গেল অজ্ঞাত লাশ

মুক্তাগাছা উপজেলায় সেতুর নীচ থেকে অজ্ঞাত পরিচয় একটি লাশ উদ্ধার করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। 

রোববার (০২ জুন) সকাল ১০টার দিকে মনতলা এলাকায় লাশটিকে উদ্ধার করা হয়।

লাশের দুই পা ও মাথা শরীর থেকে বিচ্ছিন্ন ছিল। সকালে স্থানীয় লোকজনের কাছে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। 

বেলা ১১টার দিকে ঘটনাস্থল থেকে জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন জানান, লাশটি একটি কালো রঙের ট্রলি ব্যাগের ভেতরে ছিল; মাথা ও দুই পা বিচ্ছিন্ন অবস্থায় আলাদা পলিথিনে মোড়ানো ছিল। এখন পর্যন্ত লাশটির পরিচয় শনাক্ত করা যায়নি।

ফারুক হোসেন আরো জানান, ময়মনসিংহ-–টাঙ্গাইল মহাসড়কের সুতিয়া নদীর সেতুর নিচে একটি কালো ব্যাগ ভাসতে দেখে স্থানীয় লোকজন প্রথমে পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে ওই ট্রলি থেকে লাশটি উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশটি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।

বিআরইউ

Link copied!