Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

মেহেরপুরে রেড ক্রিসেন্ট সোসাইটির হিট অ্যাকশন ডে পালন

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুর প্রতিনিধি

জুন ২, ২০২৪, ০২:৪৮ পিএম


মেহেরপুরে রেড ক্রিসেন্ট সোসাইটির হিট অ্যাকশন ডে পালন

হিট অ্যাকশন ডে উপলক্ষ্যে তীব্র তাপদাহ মোকাবেলায় করণীয় উপায় নিয়ে সচেতনতা বাড়াতে মেহেরপুর রেড ক্রিসেন্ট সোসাইটি র‌্যালি ও পথনাটক করেছে।

রোববার সকাল ১১টায় মেহেরপুর জেলা পরিষদ থেকে একটি র‌্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিল্পকলা মোড়ে এসে শেষ হয়। র‌্যালি শেষে সেখানে পথনাটক অনুষ্ঠিত হয়।

র‌্যালিতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট মেহেরপুর ইউনিটের চেয়ারম্যান ও মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুস সালাম, সেক্রেটারি খন্দকার একরামুল হক হীরা, কার্যনির্বাহী সদস্য সোহাগ ও যুব প্রধান খন্দকার বদরুদ্দোজা শান্ত ও মেহেরপুরে রেড ক্রিসেন্ট সোসাইটির যুব সদস্যরা উপস্থিত ছিলেন।

এ সময় বাংলাদেশ রেড ক্রিসেন্ট মেহেরপুর ইউনিটের চেয়ারম্যান ও মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুস সালাম বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশসহ দক্ষিণ-পূর্ব এশিয়ারর দেশসমূহ অনেক ক্ষতিগ্রস্ত। বাংলাদেশসহ এই দেশসমূহের উষ্ণতা অনেক বেড়ে যাচ্ছে।

এ সময় তিনি তীব্র তাপদাহ মোকাবেলায় বেশি বেশি পানি পান, প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নেওয়া, অপ্রয়োজনে ঘর থেকে বেড় না হতে, বাইরে থাকলে মাঝে মাঝে ঠান্ডা শীতল জায়গায় বিশ্রাম নেওয়ার পরামর্শ দেন।

ইএইচ

Link copied!