Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

বড়লেখায় সুফলভোগীদের মাঝে হাঁস বিতরণ

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি

জুন ২, ২০২৪, ০৩:২৯ পিএম


বড়লেখায় সুফলভোগীদের মাঝে হাঁস বিতরণ

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় হাওর অঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ প্রকল্পের আওতায় হাঁস পালনকারী সুফলভোগী ২৮০জন খামারিদের মাঝে হাঁস বিতরণ করা হয়েছে।

রোববার বড়লেখা উপজেলা প্রাণিসম্পদ অফিসের সম্মুখে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ভেটেরিনারি হাসপাতালের প্রাণিসম্পদ কর্মকর্তা (ইউএলও) ডা. মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান আজির উদ্দিন।  এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভিন্ন ইয়উনিয়ন পরিষদের ইউপি সদস্যবৃন্দ।

প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান মো. আজির উদ্দিন বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ ও মানুষের জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বিশেষ করে খামারিদের জীবনমান ও আর্থসামাজিক উন্নয়ন ও দারিদ্র বিমোচনে হাঁস, গরুছাগল ইত্যাদি পালনে বিশেষ ভূমিকা রাখবে।

ইএইচ

Link copied!