Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪,

‘আমিও ওদের মত হাঁটতে চাই’

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

জুন ২, ২০২৪, ০৩:৪৫ পিএম


‘আমিও ওদের মত হাঁটতে চাই’

গ্রামের কিশোর ইয়ামিন। তার স্বপ্ন সে হাঁটতে চায় সাধারণ মানুষের মতো। ১৪ বছর আগে ইয়ামিনের জন্ম হয় অজপাড়া গ্রামে। মায়ের কোল আলো করে এসেছিল ধরণি বুকে। মা জানতো না তার ফুটফুটে সন্তান প্রতিবন্ধী হয়ে জন্ম নিয়েছে। হামাগুড়ি দিয়ে চলে সে। ইয়ামিন চাই সাধারণ মানুষের মত হাঁটতে। পূরণ হবে কি তার এই মনো বাসনা।

নড়াইলে সদর উপজেলার বল্লারটোপ গ্রামের আজিজুল মোল্যার ছেলে ইয়ামিন মোল্যা (১৪)।

প্রতিবন্ধী ইয়ামিনের সঙ্গে কথা হেয় দৈনিক আমার সংবাদের। সে হতাশ কণ্ঠে বলেন, আমি জন্ম প্রতিবন্ধী। আমি তো আপনাদের মত হাঁটতে চাই কিন্তু পারি না!  আমার কোমরে সমস্যা। বাবা খুবই গরিব চিকিৎসার টাকা জোগাড় করতে পারে না। বাবার টাকা থাকলে আমাকে চিকিৎসা করে ভালো করতো। স্যার আমাকে একটু ডাক্তার দেখাবেন! তাহলে আমি আপনাদের মত হাঁটতে পারবো।

প্রতিবেশী রাসেলের সাথে কথা হলে তিনি বলেন, ওর বাবা দিনমজুর করাতকলে কাজ করে। চিকিৎসার সমর্থ নাই। খুবই অভাবের সংসার। প্রধানমন্ত্রী হস্তক্ষেপে প্রতিবন্ধী ইয়ামিন হয়তো ফিরে পেতে পারে স্বাভাবিক জীবন। তাছাড়া সমাজের ধনাঢ্য জন এগিয়ে আসলে হয়তো আশা পূরণ হবে ইয়ামিনের।

ইএইচ

Link copied!