Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

কালীগঞ্জে আমার সংবাদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি

কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি

জুন ২, ২০২৪, ০৪:১৩ পিএম


কালীগঞ্জে আমার সংবাদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

দেশের বহুল প্রচারিত জাতীয় দৈনিক আমার সংবাদের সাহসিকতার ১ যুগে পদার্পণ উপলক্ষ্যে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।

রোববার দুপুরে কালীগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

দৈনিক আমার সংবাদের কালীগঞ্জ প্রতিনিধি সাজু মিয়ার আয়োজনে প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ আব্দুল আলিমের সভাপতিত্বে র‌্যালি ও কেট কাটা শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জহির ইমাম।

বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দিথি রায়, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ কবির, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার সাইয়েদীন মোফাছ্যালীন, উপজেলা সহকারী প্রোগ্রামার আইসিটি মোস্তফা চৌধুরী, উপজেলা হিসাবরক্ষণ অফিসার শফিকুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার আব্দুর রাজ্জাক, উপজেলা মহিলা বিষয়ক অফিসার লায়লা আক্তার বানু।

এ সময় আরও উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তিতাস আলম, যমুনা টেলিভিশনের লালমনিরহাট প্রতিনিধি আনিছুর রহমান লাডলা, প্রেসক্লাবের সাবেক সভাপতি মোখলেছুর রহমান টুকু, দৈনিক আমার সংবাদের লালমনিরহাট প্রতিনিধি মোহসীন ইসলাম শাওন, হাতীবান্ধা প্রতিনিধি আসাদুজ্জামান খোকন কাজী, নিউজ টুয়েন্টি ফোরের লালমনিরহাট প্রতিনিধি রবিউল ইসলাম, ঢাকা পোস্টের লালমনিরহাট জেলা প্রতিনিধি নিয়াজ আহমেদ শিপন, জনকণ্ঠের লালমনিরহাট প্রতিনিধি মাহফুজার রহমান, যায়যায়দিনের কালীগঞ্জ প্রতিনিধি রায়েবুল ইসলাম টিটুল, কালবেলার কালীগঞ্জ প্রতিনিধি ফেরদৌস আলম, বায়ান্নর আলোর প্রতিনিধি আজিজুল ইসলাম বারি প্রমুখ।

ইএইচ

Link copied!