Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

নাটোরে ঈদুল আজহা উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা

নাটোর প্রতিনিধি

নাটোর প্রতিনিধি

জুন ২, ২০২৪, ০৪:৪৯ পিএম


নাটোরে ঈদুল আজহা উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা

নাটোরে ঈদুল আজহা উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকাল ১০টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবু নাছের ভুঁইয়া।

এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাছুদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), পৌর মেয়র উমা চৌধুরী জলি, সদর উপজেলা চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, জেলা চামড়া ব্যবসায়ী গ্রুপের আহ্বায়ক এস এম মকসেদ হাসানসহ প্রমুখ। হাট ইজারাদার, লবণ ও চামড়া ব্যবসায়ী সহ অংশীজনরাও প্রস্তুতিমূলক সভায় উপস্থিত ছিলেন।

সভায় পবিত্র ঈদুল আজহার দিনে, আইনশৃঙ্খলা পরিস্থিতি, অস্থায়ী পশুর হাট স্থাপন, পশুর হাট ব্যবস্থাপনা, কুরবানির পশুর বর্জ্য আপসারন ও পশু পরিবহণ নির্বিঘ্ন করতে প্রশাসনের তৎপরতা সম্পর্কে জানানো হয়।

এছাড়াও পশুর কাঁচা চামড়া প্রক্রিয়াজাত কারণে ব্যবহৃত লবণের দাম ও ঈদকে সামনে রেখে বিভিন্ন মসলার দাম বৃদ্ধির অপতৎপরতা রোধে প্রশাসনের কঠোর ভূমিকার কথা উল্লেখ করা হয়।

ইএইচ

Link copied!