Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

নেত্রকোণায় ৭ জুয়ারি আটক

নেত্রকোণা প্রতিনিধি

নেত্রকোণা প্রতিনিধি

জুন ২, ২০২৪, ০৪:৫২ পিএম


নেত্রকোণায় ৭ জুয়ারি আটক

নেত্রকোণা মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে জুয়ার সরঞ্জামাদিসহ ৭ জুয়াড়িকে গ্রেপ্তার করা হয়েছে।

নেত্রকোণা মডেল থানার অফিসার ইনচার্জ আবুল কালাম (পিপিএম) ঘটনার সত্যতা নিশ্চিত করে আমার সংবাদকে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে মডেল থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে নেত্রকোণা পৌরসভার সাতপাই কেডিসি এলাকায় ফারুক মিয়ার চায়ের দোকানের সামনের খালী জায়গায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অভিযান পরিচালনা করে টাকার বিনিময়ে জুয়া খেলা অবস্থায় দোকান মালিক ও জুয়ার সরঞ্জামাদিসহ ৭ জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো, সাতপাই বড়গাড়া গ্রামের মৃত হাছেন আলীর ছেলে মো. মাসুদ মিয়া (৩৫), ছোট গাড়া গ্রামের নাজিম উদ্দিনের ছেলে শামীম মিয়া (২৭), মৃত আবুল কালামের ছেলে সুমন মিয়া (৩০), আইয়ুব আলীর ছেলে মোখলেছ আলী (৪০), মৃত হাসিম উদ্দিনের ছেলে রফিকুল ইসলাম (২৮), মৃত নূর হোসেনের ছেলে মো. আনোয়ার হোসেন (৩৫), মৃত আ. গনির ছেলে মো. বিল্লাল মিয়া (৩৮)।

পরবর্তীতে তাদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।

ইএইচ

Link copied!