Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

রাউজানে মোটরসাইকেল ও যাত্রীবাহী বাসের সংঘর্ষে যুবক নিহত

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি

জুন ২, ২০২৪, ০৫:১৪ পিএম


রাউজানে মোটরসাইকেল ও যাত্রীবাহী বাসের সংঘর্ষে যুবক নিহত

চট্টগ্রামের রাউজান উপজেলায় কাপ্তাই সড়কে মোটরসাইকেল ও যাত্রীবাহী বাসের সংঘর্ষে মো. ইমন (২১) শেখ নামের এক মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন।

রোববার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে কাপ্তাই সড়কের বাগোয়ান ইউনিয়নের ধরেরটেক গঙ্গা মন্দিরের সামনে।

এ ঘটনায় আহত হয়েছে মোটরসাইকেলে আরোহী মো. সামির (১৮)।

নিহত মো. ইমন উপজেলা পশ্চিম গুজরা মগদাই ৬ নম্বর ওয়ার্ডের মনসুর আলীর বাড়ির শেখ জাহাঙ্গীর আলমের ছেলে, আহত সামির ওই এলাকার মো. মুসার ছেলে।

এ বিষয়ে পূর্বগুজরা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক এসআই আরিফ বলেন, হানিফ পরিবহনের সাথে মোটরবাইক দুর্ঘটনায় একজন নিহত হয়েছে, অপরজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আমরা ঘটনাস্থল থেকে গাড়ি ও মোটরসাইকেল জব্দ করেছি। বাসের চালক পালাতক। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

ইএইচ

Link copied!