Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

মদ খেয়ে রাস্তায় মাতলামি, যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ৫

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি

জুন ২, ২০২৪, ০৫:৫৭ পিএম


মদ খেয়ে রাস্তায় মাতলামি, যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ৫

রাস্তায় মদ্যপান অবস্থায় মাতলামি করার সময় ২নং নন্নী ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি মাহমুদুল হাসানসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে শেরপুর জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ।

শনিবার রাত সাড়ে ১০টার দিকে নালিতাবাড়ী থানাধীন কালাপানি এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- নন্নী নিশ্চিন্তপুর এলাকার মৃত আ. মোতালেব দুদুর ছেলে মাহমুদুল হাসান (৩২), বনকুড়া চৌরাস্তা এলাকার মৃত খাদেম আলীর ছেলে সফিকুল ইসলাম (৩৫), নন্নী ডেকড়াপাড়া এলাকার সাইদুল ইসলামের ছেলে আলম মিয়া (৪০), নন্নী বাইগড় পাড়া এলাকার মৃত রাজ মাহমুদের ছেলে সফিকুল ইসলাম (৩৯) ও নন্নী ডেকড়াপাড়া এলাকার আজিজুর রহমানের ছেলে রায়হান মিয়া (৪০)।

এ ঘটনায় নালিতাবাড়ী থানায় নেশা জাতীয় মাদকদ্রব্য চোলাই মদ পান ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের স্মারণিক (৩৬)১ এর ২৫ ধারার অপরাধে মামলা দায়ের করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা শাখা ডিবির ওসি মো. আবুল কালাম আজাদ।

ইএইচ

Link copied!