Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

কোটালীপাড়ায় অজ্ঞাত নারীর গলাকাটা লাশ উদ্ধার

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

জুন ২, ২০২৪, ০৬:২১ পিএম


কোটালীপাড়ায় অজ্ঞাত নারীর গলাকাটা লাশ উদ্ধার

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় অজ্ঞাত ভারসাম্যহীন নারী ভিক্ষুকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে।

রোববার উপজেলার পিঞ্জুরী ইউনিয়নের চৌধুরী হাটের একটি পরিত্যক্ত ভবন থেকে কোটালীপাড়া থানা পুলিশ ভারসাম্যহীন অজ্ঞাত ষাটোর্ধ্ব এক নারী ভিক্ষুকের গলাকাটা লাশ উদ্ধার করে।

অজ্ঞাত এই ভারসাম্যহীন নারী ভিক্ষুক গত ৪ বছর ধরে চৌধুরী হাটে পরিত্যক্ত ভবনে বসবাস করে আসছে বলে স্থানীয় চৌধুরী বাজারের ব্যবসায়ীরা জানিয়েছেন।

তবে কোন কারণে ভারসাম্যহীন এই নারীকে গলাকেটে হত্যা করা হয়েছে তাহা স্থানীয় ব্যবসায়ী ও পুলিশ প্রশাসন এখনো জানাতে পারেনি।

কোটালীপাড়া থানার ওসি মুহাম্মদ ফিরোজ আলম বলেন, হত্যার শিকার এই নারী গত ৪ বছর ধরে চৌধুরীর হাটে বসবাস করে আসছে বলে স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন। তবে কি কারণে এই নারীকে হত্যা করা হয়েছে তাহা আমরা এখনো উদঘাটন করতে পারিনি। তবে খুব শীঘ্রই এই হত্যার কারণ উদঘাটন করতে পারবো বলে আমরা আশাবাদী।

উদ্ধারকৃত ওই নারীর লাশ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে বলেন জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।

ইএইচ

Link copied!