Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যানদের বিদায় ও নবনির্বাচিতদের বরণ

দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি

দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি

জুন ২, ২০২৪, ০৬:৫১ পিএম


দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যানদের বিদায় ও নবনির্বাচিতদের বরণ

সুনামগঞ্জের দিরাইয়ে ৬ষ্ঠ উপজেলা পরিষদের নির্বাচনে নবনির্বাচিত চেয়ারম্যান প্রদীপ রায়, ভাইস চেয়ারম্যান এবি এম মনসুর, মহিলা ভাইস চেয়ারম্যান ছবি চৌধুরী দায়িত্বভার গ্রহণ করেছেন।

সেই সঙ্গে উপজেলা পরিষদ আয়োজিত নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদেরকে বরণ এবং ৫ম উপজেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানদের বিদায় উপলক্ষ্যে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

রোববার দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদের গণমিলনায়তন হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান খোন্দকারের সভাপতিত্বে এবং উপজেলা সমবায় কর্মকর্তা হিরন্ময় রায়ের সঞ্চালনে বিদায় ও বরণ উপলক্ষ্যে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন, উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান প্রদীপ রায়, বিদায়ী চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী, নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান এবিএম মনসুর সুদীপ, মহিলা ভাইস চেয়ারম্যান ছবি চৌধুরী, বিদায়ী ভাইস চেয়ারম্যান মোহন চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট রিপা সিনহা, পৌর মেয়র বিশ্বজিৎ রায়, উপজেলা আওয়ামী লীগ সভাপতি কামাল উদ্দিন, সাবেক সহ-সভাপতি সিরাজ উদ দৌলা তালুকদার, দিরাই প্রেসক্লাবের সভাপতি সামছুল ইসলাম সর্দার খেজুর, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটন, জগদল ইউপি চেয়ারম্যান হুমায়ুন রশিদ লাভলু, করিমপুর ইউনিয়নের চেয়ারম্যান লিটন চন্দ্র দাস, তাড়ল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলী আহমদ, কুলঞ্জ ইউপি চেয়ারম্যান একরার হোসেন, রফিনগর ইউনিয়ন চেয়ারম্যান শৈলেন চন্দ্র দাস, রাজানগর ইউনিয়নের চেয়ারম্যান জহিরুল ইসলাম জুয়েল, রচনার ইউনিয়ন চেয়ারম্যান্যন পরিতোষ রায় ও উপজেলা সরকারি দপ্তরের কর্মকর্তারা।

অনুষ্ঠানে উপজেলা পরিষদের নবনির্বাচিতদেরকে ফুল ও ক্রেস্ট দিয়ে বরণ ও বিদায়ীদেরকে ফুল ও ক্রেস্ট দিয়ে বিদায়ী শুভেচ্ছা প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুর রহমান খোন্দকার।

ইএইচ

Link copied!