Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

ফরিদগঞ্জে এক রাতে ১৪ গরু চুরি

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

জুন ২, ২০২৪, ০৭:৪০ পিএম


ফরিদগঞ্জে এক রাতে ১৪ গরু চুরি

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুরে এক প্রবাসী’র বাড়ি থেকে ১৪টি গরু চুরির ঘটনা ঘটেছে। চুরির ঘটনায় খামারি অসহায় হয়ে পড়েছে।

শুক্রবার রাতে বাড়ির পাকা গোয়াল ঘরের তালা ভেঙে ১৪টি গরু চুরির ঘটনা ঘটে।

সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কুয়েত ফেরত মো. আব্দুল কুদ্দুস (৫০) দীর্ঘদিন প্রবাসে ছিলেন। তিনি উপজেলার সুবিদপুর পূর্ব ইউনিয়নের সুবিদপুর গ্রামের লকিত উল্যার ছেলে।

জানা গেছে, শুক্রবার দিবাগত রাত ৪টার দিকে কুদ্দুস নামাজ পড়ার উদ্দেশ্যে বের হতে গিয়ে দরজা বাহির থেকে আটকানো পায়। পরে কুদ্দুস তার ছোট ভাই আব্দুর রহিমকে ফোন দিয়ে দরজা খুলতে বলে। দরজা খুলে গোয়ালঘরে গিয়ে দেখে তালা ভাঙা এবং গোয়াল ঘরে থাকা ছোট-বড় ১৪টি গরু নিয়ে যায় এবং গোয়াল ঘর শূন্য অবস্থায় দেখতে পান।

সারাদিন খোঁজাখুঁজি করে না পেয়ে শনিবার রাতে ফরিদগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করে। পরে অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) পঙ্কজ কুমার দেসহ পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেন।

প্রবাস ফেরত আব্দুল কুদ্দুস কৃষি কাজের পাশাপাশি গরুগুলোর দেখভাল করতেন।

তিনি জানান, রাত ১২টার দিকে গোয়াল ঘরে গরুগুলো দেখে আসেন। উঠে গোয়াল ঘর শূন্য পান।

এ ব্যাপারে ফরিদগঞ্জ থানার (অতিরিক্ত দায়িত্ব) অফিসার ইনচার্জ মিন্টু দত্ত জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। চুরি হওয়া গরুগুলো উদ্ধার করেত পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে।

ইএইচ

Link copied!