Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫,

গাছে ঝুলছিল গৃহবধূর লাশ

নেত্রকোণা প্রতিনিধি

নেত্রকোণা প্রতিনিধি

জুন ২, ২০২৪, ০৮:৩৫ পিএম


গাছে ঝুলছিল গৃহবধূর লাশ

নেত্রকোণার মোহনগঞ্জে বাড়ির পেছনে জাম্বুরা গাছ থেকে ঝুলন্ত অবস্থায় মোছা. সাথী আক্তার (২৫) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার সকালে মোহনগঞ্জ উপজেলার নাকডরা গ্রাম থেকে ওই গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

সাখী আক্তার নেত্রকোণা জেলার মোহনগঞ্জ উপজেলার নাকডরা গ্রামের মৃত মাঈন উদ্দিনের মেয়ে। সাখীর স্বামী মো. রাজন মিয়ার বাড়ি সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলায়। মৃত গৃহবধূর ১৬ মাস বয়সী একটি মেয়ে সন্তান রয়েছে।

স্থানীয় ইউপি সদস্য বকুল মিয়া জানান, খবর পেয়ে সকালে গিয়ে লাশ দেখে এসেছি। মেয়েটার (সাখী) শরীর শুকিয়ে কাঠ হয়ে গেছে। সে মানসিক ভারসাম্যহীন ছিল কিনা জানি না। পরিবারের লোকজন বলেছে, সাখী বেশ কয়েক মাস ধরে মানসিক ভারসাম্যহীন ছিল।

মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. দেলোয়ার হোসেন আমার সংবাদকে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। পরবর্তীতে রিপোর্টে অন্যকিছু পেলে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

ইএইচ

Link copied!