Amar Sangbad
ঢাকা শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪,

মেঘনায় মিলল মালয়েশিয়ায় যেতে না পারা তরুণের লাশ

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জ প্রতিনিধি

জুন ৩, ২০২৪, ১২:৩১ এএম


মেঘনায় মিলল মালয়েশিয়ায় যেতে না পারা তরুণের লাশ

চলন্ত ট্রেন থেকে মেঘনা নদীতে পড়ে নিখোঁজ হওয়া তানভীরের (২০) লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ। সম্প্রতি ফ্লাইট জটিলতায় মালয়েশিয়া যেতে না পারা হাজারো যুবকের একজন ছিলেন তানভীর।

রোববার বিকালে নরসিংদী জেলার রায়পুরা উপজেলার মেঘনাবাজ এলাকার নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে।

সিহত তানভীর ব্রাহ্মণবাড়িয়া জেলার আখউড়া উপজেলার দেবগ্রামের মো. মেরাজ মিয়ার ছেলে।

সূত্রে জানা গেছে, মালয়েশিয়া যাওয়ার বিমানের ফ্লাইট বাতিল হওয়ার পর গত শুক্রবার (৩১ মে) বিকালে ট্রেনে করে বাবার সঙ্গে নিজ বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ফিরছিলেন তানভীর। ভৈরবের রেলওয়ে সেতু পার হওয়ার সময়ে চলন্ত ট্রেনের দরজা থেকে মেঘনা নদীতে পড়ে যান তিনি।

এ প্রসঙ্গে ভৈরব নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. মনিরুজ্জামান জানান, নিখোঁজের দুদিন পর নদী থেকে তানভীরের লাশ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ইএইচ

Link copied!