Amar Sangbad
ঢাকা শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫,

হাওরে ডুবে প্রাণ গেল ভাই বোনের

নিজস্ব প্রতিনিধি

নিজস্ব প্রতিনিধি

জুন ৩, ২০২৪, ১২:৪২ এএম


হাওরে ডুবে প্রাণ গেল ভাই বোনের

হাওরের পানিতে ডুবে সুনামগঞ্জে দুই ভাইবোনের মৃত্যু হয়েছে। রোববার বিকালে সদর উপজেলার জগন্নাথপুর গ্রামে এ ঘটনা ঘটে।

দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ চৌধুরী।

মৃতরা হলো- সদর উপজেলার গৌরারং ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের মো. আব্দুল মন্দানের বড় মেয়ে ওয়ালিমা (৪) ও ছেলে আরিফ (৩)।

সূত্রে জানা যায়, ঘরের কাজে ব্যস্ত ছিলেন আব্দুল মন্দানের স্ত্রী। এ সময় দুই ভাইবোন বাড়ির পাশে থাকা হাওরের পানিতে ডুবে তলিয়ে যায়। এর ঘণ্টাখানেক পর তাদের হাওর থেকে উদ্ধার করা হয়। পরে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

ইএইচ

Link copied!