Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

পুলিশ হেফাজতে নারীর মৃত্যুর অভিযোগ

অভয়নগর (যশোর) প্রতিনিধি

অভয়নগর (যশোর) প্রতিনিধি

জুন ৩, ২০২৪, ১০:২৩ এএম


পুলিশ হেফাজতে নারীর মৃত্যুর অভিযোগ

যশোরের অভয়নগর উপজেলায় আফরোজা বেগম (৪০) নামে এক নারী পুলিশ হেফাজতে মারা গেছেন বলে অভিযোগ উঠেছে। তিনি উপজেলার নওয়াপাড়া গ্রামের জলিল মোল্লার স্ত্রী।

নিহতের ছেলে মুন্নার অভিযোগ, ঘুষের টাকা না পেয়ে পুলিশ তার মাকে নির্যাতন করে হত্যা করেছে।

তবে পুলিশ বলছে, শনিবার রাতে ইয়াবাসহ আফরোজাকে আটক করা হয়েছিল। রোববার সকালে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

নিহতের ছেলে মুন্না সাংবাদিকদের জানিয়েছেন, স্থানীয় একটি মহলের ইন্ধনে এসআই সাইফুল ইসলামের নেতৃত্বে এএসআই সিলন আলী ও শামসুল হক শনিবার রাত ১২টার দিকে তাদের বাড়িতে যান। এ সময় নিজেদের কাছে থাকা ইয়াবা দিয়ে তার মাকে ফাঁসানো হয়। এ সময় পুলিশ তার মায়ের চুল ফ্যানের সঙ্গে বেঁধে ঝুলিয়ে মারধর করে। অভিযানের নামে বাড়ির আসবাবপত্র ভাঙচুর করাসহ ইজিবাইক বিক্রির ১ লাখ টাকা ৮০ হাজার টাকা গায়েব করে পুলিশ।

মুন্না আরও জানান, নির্যাতনের পর রাত আড়াইটার দিকে তার মাকে থানায় নিয়ে মোটা অঙ্কের টাকা ঘুষ দাবি করা হয়। ঘুষের টাকা দিতে না পারায় ফের তার মাকে নির্যাতন করে পুলিশ। নির্যাতনে তার মা মারা গেছেন বলে অভিযোগ মুন্নার।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক হাসিব মোহাম্মদ আলী হাসান জানান, বেলা ১১টা ৩৫ মিনিটে আফরোজাকে জরুরি বিভাগে মৃত অবস্থায় আনা হয়। অভয়নগর স্বাস্থ্য কমপ্লেক্স থেকে যে ছাড়পত্র দেয়া তাতে উল্লেখ ছিল রক্তচাপে অসুস্থ হয়ে পড়েন আফরোজা।

আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আব্দুস সামাদ জানান, আফরোজাকে মৃত অবস্থায় হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। ময়নাতদন্তের রিপোর্টে তার মৃত্যুর কারণ নিশ্চিত করা হবে।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আকিকুল ইসলাম বলেন, শনিবার রাতে ৩০ পিস ইয়াবাসহ আফরোজাকে আটক করা হয়। রোববার সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানকার চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর জেনারেল হাসপাতালে রেফার করে। সেখানে নেয়ার পথে তিনি মারা যান।

নিহতের ছেলে মুন্না পুলিশের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছেন। নির্যাতন ও ঘুষ দাবি করা হয়নি।

অভয়নগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম সোহাগ জানান, ইয়াবাসহ আটক আফরোজা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

ইএইচ

Link copied!