Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

মানিকগঞ্জে ওরসের মেলায় চলছে অশ্লীল নৃত্য

মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জ প্রতিনিধি

জুন ৩, ২০২৪, ১০:৩৮ এএম


মানিকগঞ্জে ওরসের মেলায় চলছে অশ্লীল নৃত্য

মানিকগঞ্জে সাটুরিয়া উপজেলার ধানকোড়া বরুন্ডী গ্রামে রসুল শাহের মাজারের ওরসে সার্কাসের নামে চালছে অশ্লীল নৃত্য। মাজারের পবিত্র ওরসে অনৈতিক কার্যক্রম চালাচ্ছে তৃপ্তি সার্কাসের মালিক আরমান ও তার স্ত্রী বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। এই ধরনের অনৈতিক ঘটনায় মাজারের আশেকান জাকেরান ও এলাকাবাবাসীর মধ্যে চাপা ক্ষোভ ও মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

স্থানীয়রা জানান, ১ মে থেকে ১৫ মে পর্যন্ত মাজার কমিটি মেলা চালানোর জন্য অনুমতি নেয়। কিন্তু সময় পার হয়ে গেলেও রহস্যজনকভাবে সার্কাসের মালিক আরমান ও তার স্ত্রী সার্কাস অব্যাহত রেখেছে। প্রতিদিন সার্কাসে যুবতী নারীদের দিয়ে অশ্লীল নৃত্য পরিবেশন করে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা।

স্থানীয়দের অভিযোগের পরিপ্রেক্ষিতে শনিবার রাত ১২টার দিকে সাংবাদিকরা সেখানে গেলে ঘটনার সত্যতা পান। তথ্য সংগ্রহ ও সার্কাস মালিকের সাথে কথা বলতে গেলে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাঁধা দেন আরমান ও তার স্ত্রীসহ সার্কাসের লোকজন। এ সময় তারা সাংবাদিকদের অকথ্য ভাষায় গালিগালাজ এবং সংবাদ প্রকাশ করলে মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দেয়। ‘এ সময় আরমানের স্ত্রী উত্তেজিত হয়ে বলে সার্কাস আর চালাবো না বলতে বলতে বৈদ্যুতিক ভাল্ব টেনে খুলার সময় তার মাথায় আঘাত নেন’।

পরে সাংবাদিকরা পরিস্থিতি মোকাবেলায় জরুরি সেবা ৯৯৯ এ কল দিয়ে সহযোগিতা চান। এরপর পুলিশ এলে উপস্থিতি টের পেয়ে আরমান ও স্ত্রীসহ ম্যানেজার ও সার্কাসের লোকজন সটকে পড়েন।

সাটুরিয়া থানার এসআই মোখসেদুল বলেন, মাজার একটি পবিত্র জায়গা এখানে অশ্লীল নৃত্য ও অনৈতিক কার্যকলাপ হয় তা আমাদের কারো জানা ছিল না। আজকে বন্ধ করা হলো এরপর যদি আবার চালায় তাহলে আমরা আইনগত ব্যবস্থা নিব।

ইএইচ 

Link copied!