Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

ফটিকছড়িতে ১২টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন এমপি

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি

জুন ৩, ২০২৪, ১২:০৩ পিএম


ফটিকছড়িতে ১২টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন এমপি

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সমিতিরহাট ইউনিয়নে ১২টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।

রোববার দিনব্যাপী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে এসব প্রকল্প উদ্বোধন করেন সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সনি।

৪টি সেতু, ৬টি কালভার্ট, প্রাথমিক বিদ্যালয় ভবন সহ মোট ১২টি উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হচ্ছে এই ইউনিয়নে।

প্রকল্প উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভা ইউনিয়ন পরিষদ মাঠে ইউপি চেয়ারম্যান হারুনর রশীদ ইমনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সনি।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. মোজাম্মেল হক চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) মেজবাহ উদ্দিন, পৌর মেয়র জাহেদ চৌধুরী, ইউপি চেয়ারম্যান কাজি মাহমুদুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল হোসেন, প্রকৌশলী তন্ময় নাথ, প্রনবেশ মহাজন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে এমপি খাদিজাতুল আনোয়ার বলেন, আওয়ামী লীগ সরকার জনকল্যাণ ও উন্নয়নে বিশ্বাসী। আওয়ামী লীগের মূল উদ্দেশ্য হলো জনগণের ভালোবাসা নিয়ে দেশ ও জাতির কল্যাণ সাধন করা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান থেকে শুরু করে অদ্যাবধি দেশ ও দলের অধিকার আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা তৈরিতে তারই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

ইএইচ

Link copied!