Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

ডামুড্যায় দরিদ্র মৎস্যজীবীদের মাঝে ছাগল বিতরণ

ডামুড্যা (শরীয়তপুর) প্রতিনিধি

ডামুড্যা (শরীয়তপুর) প্রতিনিধি

জুন ৩, ২০২৪, ০১:২৫ পিএম


ডামুড্যায় দরিদ্র মৎস্যজীবীদের মাঝে ছাগল বিতরণ

শরীয়তপুরের ডামুড্যায় বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় নিবন্ধিত দরিদ্র মৎস্যজীবীদের মাঝে ছাগল বিতরণ করা হয়েছে।

সোমবার বেলা ১১টার সময় উপজেলা মৎস্য দপ্তরের বাস্তবায়নে ডামুড্যা উপজেলা পরিষদ চত্বরে এ ছাগল বিতরণ অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার নাসরীন বেগম সেতুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. আবু বকর ছিদ্দিক, উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আবদুস সামাদ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কনেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান বাচ্ছু মাদবর, পূর্ব ডামুড্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ পারভেজ লিটন হাওলাদার, ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবুল হোসেন মোল্যা, উপজেলা মৎস্য অফিস সহকারী হাসিবুর রহমান নাহিদ, উপজেলা মৎস্য মাঠ সহায়ক কর্মী ইয়ামিন কাদের নিলয় ও মিজানুর রহমানসহ বিভিন্ন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ, সাংবাদিকসহ সুবিধা ভোগীরা।

৪০ জন মৎস্য কার্ডধারী জেলেদের মাঝে ২টি করে মোট ৮০টি ছাগল, এক মাসের খাবার এবং ৪০টি ছাগলের খোয়ার বিতরণ করা হয়।

ইএইচ

Link copied!