কিশোরগঞ্জ প্রতিনিধি
জুন ৩, ২০২৪, ০৪:৪৯ পিএম
কিশোরগঞ্জ প্রতিনিধি
জুন ৩, ২০২৪, ০৪:৪৯ পিএম
ডিজিটাল যুগে ভাটা পড়েছে ঐতিহ্যের হালখাতায়। চারপাশে প্রযুক্তির ছোঁয়া, কম্পিউটার, ল্যাপটপ আর অ্যাপসের দুনিয়ায় হাতে লেখা খাতার প্রচলন প্রায় উঠে যেতে বসেছে। ফলে এখন আর বাংলা সনের প্রথম দিনে বা প্রথম মাসে ব্যবসায়ীদের নতুন টালিখাতা খুলতে খুব একটা দেখা যায় না। তবে ঐতিহ্য রক্ষায় এখনো অনেক ব্যবসায়ী রীতি ধরে রাখতে হালখাতা উৎসব করে থাকেন। এরই ধারাবাহিকতায় কিশোরগঞ্জে অনুষ্ঠিত হয়েছে ভিন্নধর্মী এক হালখাতা।
সোমবার দুপুরে জেলা সদরের নগুয়া বটতলা এলাকায় মেসার্স এসএ ট্রেডিংয়ের উদ্যোগে এ হালখাতা ও মতবিনিময়ের আয়োজন করা হয়। এদিন কয়েকহাজার মানুষ এসে হালখাতায় অংশ নেন।
পুরোনো বেতন পরিশোধ করে মধ্যাহ্নভোজে অংশ নেন সবাই। মধ্যাহ্নভোজ শেষে বাঙালি ঐতিহ্য ও সংস্কৃতির মাধ্যমে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শেষে র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। পরে পুরস্কার বিতরণ করা হয়।
এ সময় হালখাতায় অংশ নেন বিভিন্ন দপ্তরের প্রকৌশলী, সহকারী প্রকৌশলী, কর্মকর্তা-কর্মচারী, ঠিকাদারসহ বিভিন্ন শ্রেণি পেশার কয়েক হাজার মানুষ।
এসএ ট্রেডিংয়ের স্বত্বাধিকারী কামরুজ্জামান শামিম জানান, এই হালখাতার উৎসব মূলত বাঙালির ঐতিহ্যকে লালন করতেই আয়োজন করা হয়েছে। এদিন ক্রেতাদের আপ্যায়নের মাধ্যমে পুরোনো বছরের লেনদেন চুকিয়ে, নতুন বছরে খোলা হয় হিসাবের নতুন খাতা। আমরা প্রতিবছর ই এই আয়োজন করে থাকি। ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
ইএইচ