Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪,

রাউজানে একযুগ পূর্তি অনুষ্ঠানে বক্তারা

আমার সংবাদ মুক্তচিন্তার জাতীয় দৈনিক

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি

জুন ৩, ২০২৪, ০৬:০৪ পিএম


আমার সংবাদ মুক্তচিন্তার জাতীয় দৈনিক
রাউজানে দৈনিক আমার সংবাদ পত্রিকার এক যুগপূর্তি উপলক্ষে কেক কাটছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা কাজী আবদুল ওহাব ও পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ সহ অতিথিবৃন্দরা।

দৈনিক আমার সংবাদ পত্রিকার সাহসিকতার এক যুগপূর্তি উপলক্ষে চট্টগ্রামের রাউজান উপজেলায় আলোচনা সভা, কেককাটাসহ নানা অনুষ্ঠানের আয়োজ করা হয়েছে। 

সোমবার (৩ জুন) দুপুরে রাউজান পৌরসভার জলিল নগরস্থ রাউজান প্রেসক্লাবের স্থায়ী কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আবদুল ওহাব। প্রধান বক্তা ছিলেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ। 

বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিদুয়ানুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ইউসূফ খাঁন চৌধুরী । 

দৈনিক আমার সংবাদ রাউজান প্রতিনিধি লোকমান আনছারীর সভাপতিত্বে অতিথি ছিলেন রাউজান প্রেসক্লাবের সাবেক সভাপতি মীর মো. আসলাম, সভাপতি শফিউল আলম, সাবেক সভাপতি প্রদীপ শীল,সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান, অর্থ সম্পাদক শাহাদত হোসেন সাজ্জাদ, সদস্য রতন বড়ুয়া, যুবলীগ নেতা সালাউদ্দিন তালুকদার,আলী হায়দার শাহ, ছাত্রনেতা নাছির উদ্দিন,ফয়সাল মাহমুদ, নকিব সিদ্দিকী, মো. রায়হান, রাউজান উপজেলা পত্রিকা বিপণন প্রতিষ্ঠানের এজেন্ট সকাল শীল প্রমুখ। 

প্রধান অতিথি কাজী আবদুল ওহাব দৈনিক আমার সংবাদ যুগপূর্তিতে পত্রিকার সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশ করে গ্রাম বাংলার মানুষের অন্তরে স্থান করে নিয়েছে পত্রিকাটি। তিনি আগামীতে পত্রিকার সফলতা কামনা করেন। প্রধান বক্তা মেয়র জমির উদ্দিন পারভেজ বলেন, আমার সংবাদ মুক্তচিন্তার জাতীয় দৈনিক। 

সারাদেশের সমস্যা ও সম্ভবনা তুলে ধরে পাঠক নন্দিত দৈনিক হিসাবে পাঠকের আস্থা অর্জন করেছে। সহকারী কমিশনার (ভূমি) রিদুয়ানুল ইসলাম বলেন, সংবাদপত্র শিল্পে এখন অকাল চলছে। প্রতিযোগিতা মূলক বাজার ব্যবস্থাপনায় সংবাদপত্র ঠিকে থাকা মুশকিল। এমন অবস্থায় দৈনিক আমার সংবাদ ভালো অবস্থান সৃষ্টি করেছে। আমি পত্রিকার সমৃদ্ধি কামনা করছি।

আরএস

Link copied!