গাজীপুর প্রতিনিধি
জুন ৩, ২০২৪, ১১:৪৬ পিএম
গাজীপুর প্রতিনিধি
জুন ৩, ২০২৪, ১১:৪৬ পিএম
গাজীপুর-টাঙ্গাইল মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক নার্স আহত হয়েছে বলে জানা গেছে। এরই জেরে বাসে অগ্নিসংযোগ করেছে স্থানীয় বিক্ষুব্ধ জনতা।
সোমবার রাত সোয়া ৮টার দিকে মহাসড়কের কাশেম টেক্সটাইলের সামনে এ ঘটনা ঘটে।
আহত নার্স শাপলা আক্তার গাজীপুর সিটি মেডিকেল কলেজ হাসপাতালের নার্স হিসেবে কর্মরত আছেন।
বাসন থানার এসআই মো. সুরুজ্জামান জানান, মোটরসাইকেলযোগে স্বামীর সঙ্গে নাওজোড় এলাকার দিকে যাচ্ছিলেন শাপলা আক্তার। তাদের বহনকারী মোটরসাইকেলটি কাশেম টেক্সটাইলের সামনে এসে পৌঁছালে তাকওয়া পরিবহনের একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে শাপলা আক্তার গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
তিনি জানান, এ ঘটনার পর বাসটি ফেলে রেখে চালক পালিয়ে যায়। পরে উত্তেজিত জনতা তাকওয়া পরিবহনের ওই বাসটিতে অগ্নিসংযোগ করে।
ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা রুহুল আমিন মোল্লা বলেন, একজনের মৃত্যুর খবরে বিক্ষুব্ধ জনতা তাকওয়া বাসটিতে আগুন দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে।
ইএইচ